AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন লক্ষ্য নিয়ে রশিদের বড় দাবি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৮ পিএম, ৩ জুন, ২০২৪
নতুন লক্ষ্য নিয়ে রশিদের বড় দাবি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী দলের অধিনায়ক রশিদ খান। ২০২৩ ওডিআই বিশ্বকাপেও লড়াকু পারফরম্যান্স করেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টিতে আরও ভালো করতে মরিয়া তারা। রশিদ দাবি করেছেন যে, আফগানিস্তান টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর জন্য নিজেদের সবটা উজাড় করে দেবে।

গায়ানায় উগান্ডার বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচের আগে রশিদ খান দাবি করেছেন যে, আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার ক্ষমতা সত্যিই রয়েছে। তার মতে, ‘অনেকেই বলছে যে, আফগানিস্তান  সেমিফাইনালে খেলতে চলেছে। আর আমরা এটাকে খুবই ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখছি। আমাদের জন্য এটা মোটিভেশন। আগে আমাদের জন্য যোগ্যতা অর্জন করা কঠিন ছিল। এখন আমাদের শীর্ষ চারে দেখছেন অনেক বিশেষজ্ঞই। আমাদের কাছে এটা বড় বিষয়। কিন্তু এর জন্য বাড়তি চাপ নিতে চাই না।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমরা মাঠে কীভাবে পারফরম্যান্স করব, কীভাবে ডেলিভারি করব, তার উপর সবটা নির্ভর করছে। আমরা গত বিশ্বকাপ (ওডিআই বিশ্বকাপ) সেমিফাইনালে ওঠার খুব কাছাকাছি ছিলাম। আমরা শেষ চারে ওঠা থেকে মাত্র এক ম্যাচ দূরে ছিলাম। আর তার পর থেকেই আমাদের মধ্যে বিশ্বাস এসেছে, কিছুই অসম্ভব নয়। এবং আমরা এই বিশ্বকাপের জন্য সত্যিই উচ্ছ্বসিত। কিন্তু যেমনটি আমি আগেও বলেছি, আমরা একটি একটি ম্যাচ ধরে এগোব। তার পর দেখা যাক কী হয়!’

আফগানিস্তান ২০১০ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল। প্রথম তিনটি সংস্করণে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর, আফগানিস্তান শেষ তিনটি সংস্করণের প্রতিটিতে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।

রশিদ আরও বলেছেন, ‘আমি মনে করি ক্রিকেটে সব সময়ে চাপ থাকে। হয় আপনি আইসিসি ইভেন্ট খেলুন, বা আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেলুন, আপনি যে খেলাই খেলুন না কেন, বা আপনার বিপক্ষে যে কোনও দলই খেলুক না কেন, সব সময়েই চাপ থাকে। যখন চাপ থাকে, তখন আপনাকে আপনার মৌলিক বিষয়গুলিতে টিকে থাকতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনি কী করতে পারেন, কোনটা সম্ভব, কী কী নিয়ন্ত্রণে রয়েছে, এই গুলির উপর নির্ভর করেই লড়াই করতে হবে।’

ভালো পারফরম্যান্সের বিষয় আত্মবিশ্বাসী রশিদ বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী কারণ, টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে আমরা বেশ কয়েক বার হারিয়েছি। ওয়ান ডে ক্রিকেটেও ওদের হারিয়েছি। দলের সাত থেকে আটজন আইপিএলে খেলে এসেছে। বিশ্বকাপের আগে এর চেয়ে ভাল প্রস্তুতি হয় না। বিশ্বকাপের পরিবেশ-পরিস্থিতিতে স্পিনাররা সাহায্য পাবে। আমার অন্তত তাই প্রত্যাশা। উইকেট ব্য়াটিং সহায়ক হলেও আমাদের যা বোলিং শক্তি তাতে পিচ নিয়ে ভাবছিই না। আমাদের দলে বেশ কয়েকজন রহস্য স্পিনার আছে যারা ব্যাটারদের সহজে রান তুলতে দেবে না।’

একুশে সংবাদ/হি টা/ এস কে

Link copied!