AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ শেষেও মাঠে সাকিবের ব্যাটিং অনুশীলন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:১০ পিএম, ১২ মে, ২০২৪

ম্যাচ শেষেও মাঠে সাকিবের ব্যাটিং অনুশীলন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে আসেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনটা বল হাতে দারুণ শুরু হলেও ব্যাটিংয়ে তেমন ঝলক দেখাতে পারেননি সাকিব। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ১ রান করার পর আজ রোববার সিরিজের শেষ ম্যাচে করেছেন ১৭ বলে ২১ রান।

নিজের ব্যাটিং নিয়ে সাকিব নিজেই খুশি নন। সেটা বোঝা গেল রোববারের খেলা শেষ হওয়ার পর। ম্যাচ শেষেই মিরপুর স্টেডিয়ামে আবার ব্যাট হাতে নেমে পড়েন সাকিব। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন। একজন নেট বোলারকে সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।

প্রায় আধা ঘণ্টার মতো থ্রো ডাউনের বিপক্ষে অনুশীলন করেছেন সাকিব। এ সময় লং অন ও মিড উইকেট দিয়ে বেশ কয়েকটি ছক্কাও মারেন। কিছুক্ষণ পর ফের ড্রেসিংরুমে ফেরত যান বাঁহাতি এই টাইগার অলরাউন্ডার। অনুশীলন শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আলাপও করেন তিনি।

সব কিছু ঠিক থাকলে টানা নবম টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব। দলের জন্য বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিং ভীষণ গুরুত্বপূর্ণ।

একুশে সংবাদ/এস কে     
 

Link copied!