বিসিবির চুক্তিতে এতদিন পুরুষ আম্পায়ার থাকলেও ছিল না কোনো নারী আম্পায়ার। তবে এবার বদলে যাচ্ছে ইতিহাস। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। একজন সাথীরা জাকির জেসি, অন্যজন মিশু চৌধুরি।
শনিবার (৯ মার্চ) বোর্ড সভায় দুই জন নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, গতকাল বোর্ড সভায় দুই জনের নিয়োগের বিষয় চূড়ান্ত হয়েছে।
মিঠু এরপর বলেন, এক সপ্তাহের মধ্যেই তাদের নিয়োগের সবকিছু কাজ সম্পন্ন হয়ে যাবে। তারা এখন ট্রেইনি হিসেবেই চুক্তিতে ঢুকবে। যে কারণে টাকার অঙ্কটা একটু কম থাকবে। আসন্ন ডিপিএল দিয়েই তারা আম্পায়ারিং করবে।
তিনি আরো বলেন, ওদের একজন থার্ড আম্পায়ার বা একজন অনফিল্ড আম্পায়ার এভাবেই শুরু হবে ধীরে ধীরে। আমাদের সবমিলিয়ে ২৬ জন আম্পায়ার চুক্তিতে রয়েছেন। এর আগে ২০১১ সালে আম্পায়ারিং নিয়ে পরীক্ষায় পাস করেন মিশু। তখন তিনি মূলত ক্রিকেটার।
পরের বছর স্কুল ক্রিকেট আম্পায়ারিংয়ে মিশুর অভিষেক। বাংলাদেশে নারী আম্পায়ারদের খুব একটা কদর ছিল না। তাই এই ক্যারিয়ারে দীর্ঘ বিরতিতে যেতে হয় তাকে। যদিও বিভিন্ন ধাপ পেরিয়ে ঠিকই সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলেন তিনি।
অন্যদিকে ২০০৯ সালে আম্পায়ারিং কোর্স করেন জেসি। ২০২২ সালে এসে তিনি মাঠে নামেন আম্পায়ার হিসেবে। গতবছর ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন জেসি।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

