আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা ঘিরে ছয় দফা দাবি উপস্থাপন করেছে তাবলিগ জামাতের শুরায়ী নেজাম অনুসারীরা।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির শুরা সদস্য ও দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এবারের ইজতেমা ২০২৬ এর মার্চ মাসের আয়োজনের প্রস্তাব এসেছে। তবে নির্ধারিত তারিখে ইজতেমা করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা প্রয়োজন।
মুফতি কেফায়েতুল্লাহ আরও বলেন, “সাদপন্থিদের এবারে টঙ্গী মাঠে ইজতেমা করার কোনো সুযোগ নেই। কারণ, গত ইজতেমায় তারা সরকারের উপস্থিতিতে ঘোষণা দিয়েছিল— সেটিই হবে তাদের শেষ ইজতেমা।”
সংবাদ সম্মেলনে তিনি শুরা নেজাম অনুসারীদের ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. সরকারের প্রস্তাব অনুযায়ী ২৬ মার্চ ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিশ্চিত করা;
২. সাদপন্থিদের টঙ্গী মাঠে ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়া;
৩. সরকার নির্ধারিত তারিখে ইজতেমা করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া;
৪. টঙ্গী ইজতেমা মাঠকে অস্থায়ীভাবে কেপিআই (Key Point Installation) হিসেবে ঘোষণা করা;
৫. বিদেশি মেহমানদের ভিসা প্রাপ্তি সহজ করা;
৬. সর্বশেষ ইজতেমায় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
তিনি বলেন, “তাবলিগ জামাত বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। সরকারের সহযোগিতা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা গেলে এবারের ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে, ইনশা’আল্লাহ।”
সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য, আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

