AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৮ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ঢাকায় মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

বাদীপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল গণমাধ্যমকে জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপির নেতাদের নিয়ে অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছেন। তিনি বলেন, “দল ও নেতাদের মানহানি থেকে রক্ষা করতেই এ মামলা দায়ের করা হয়েছে।”

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এর নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অসত্য ও মানহানিকর বক্তব্য প্রচার করে আসছেন।

এরই ধারাবাহিকতায় তিনি গত ১ নভেম্বর যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে বলেন, “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের নয়ন নামে এক নেতা এত চাঁদাবাজি ও দুর্নীতি করেছে যে, সেই টাকায় বাংলাদেশে গণভোট করা সম্ভব।” তিনি আরও বলেন, “তাদের জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়েই ধুতে হবে।”

অভিযোগে বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদল নেতাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, যা মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!