AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বললেন হাসারাঙ্গা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪০ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বললেন হাসারাঙ্গা

দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল আগেই। সিরিজের শেষ ম্যাচটা হারলেই হোয়াইটওয়াশ। এমন সমীকরণ মাথায় রেখে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে নেমেছিল আফগানিস্তান। হাড্ডাহাড্ডি লড়াই ও আম্পায়ারের ‘প্রশ্নবিদ্ধ’ সিদ্ধান্তের পর শেষ জয়ের হাসিটা হেসেছে সফরকারী আফগানরা। তবে ম্যাচ শেষে ফিল্ড আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলংকা দলপতি ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

তার কথায়, ৫৮ বছর বয়সী আম্পায়ার হানিবলের উচিত অন্য চাকরি করা।বুধবার ২১০ রানের লক্ষ্য পেয়েছিল শ্রীলংকা। শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। স্ট্রাইকে ছিলেন ৩৩ বলে ৫১ রানে থাকা কামিন্দু মেন্ডিস। প্রথম তিন বলে দুই চার মেরে ৮ রান তুলেছিলেন মেন্ডিস। ঝামেলা বাধে চতুর্থ বলে। ওয়াফাদার মোমান্দের বলটি প্রায় বুক উচ্চতায় গিয়েছিল, কিন্তু মেন্ডিস উইকেট ছেড়ে বেরিয়ে পড়েছিলেন বলে স্কয়ার লেগে থাকা আম্পায়ার হানিবল তা নো বল দেননি।

রিপ্লেতে দেখা গেছে, মেন্ডিস পপিং ক্রিজে পেছনে থাকলেও সে বল তার কোমরের ওপর থাকত। আইসিসির আইন অনুযায়ী এমন বল নো বল। কিন্তু নিজ দেশের বিপক্ষেই ভুল সিদ্ধান্তে অটল থাকেন হানিবল। পরের বলে ওয়াইড হলেও পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি মেন্ডিস। শেষ বলে ছক্কা মেরেও তাই দলকে জেতাতে পারেননি তিনি। কিন্তু আম্পায়ার নো বল দিলেই হয়তো ম্যাচের ভাগ্য বদলে যেত।

এ ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে হাসারাঙ্গা তাই নিজেকে থামাতেই পারেননি, ‘আন্তর্জাতিক ম্যাচে এমন কিছু হওয়া ঠিক না। যদি এটা কোমরের কাছাকাছি হতো, তাহলে সমস্যা হতো না। কিন্তু যে বল এত উপর দিয়ে যাচ্ছে… আরেকটু হলেই ব্যাটসম্যানের মাথায় লাগত। যদি এটাও দেখতে না পান, তাহলে সে আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত না। অন্য কোনো চাকরি করলেই ভালো করবেন তিনি।’

একুশে সংবাদ/এস কে

Link copied!