প্রিমিয়ার লিগে ধুকতে থাকা এভারটন শনিবার টটেনহ্যামকে রুখে দিয়েছে। উজ্জীবিত এভারটনের সাথে টেবিলের পঞ্চম স্থানে থাকা স্পার্সরা ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়েছে। দিনের আরেক ম্যাচে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে এ্যাস্টন ভিলা।
সাবেক এভারটন স্ট্রাইকার রিচার্লিসন জোড়া গোল করেছেন। অথচ ২০২২ আগস্ট থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত টটেনহ্যাম হয়ে লিগে মাত্র এক গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৪ মিনিটে রিচার্লিসনের গোলে এগিয় যায় টটেনহ্যাম। গুডিসন পর্কে এরপর ৪১ মিনিটে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন এই ব্রাজিলিয়ান। ঘরের মাঠে এভারটনের শুরুটা ভাল হয়নি। কিন্তু ম্যাচের গতির বিপরীতে গিয়ে ৩০ মিনিটে কর্ণার থেকে তারা সমতা ফেরায়। কর্ণার থেকে ডোমিনিক কালভার্ট-লুইনের এ্যাসিস্টে জ্যাক হ্যারিসন স্পার্স গোলরক্ষক গুলেইমো ভিকারিওকে পরাস্ত করেন। স্টপেজ টাইমে জেমস গার্নারের ফ্রি-কিকে ব্রান্থওয়েট এভারটনের এক পয়েন্ট নিশ্চিত করেন।
টটেনহ্যাম বস আনগে পোস্তেকোগøু বলেছেন, ‘আরো একবার এটা নিশ্চিত হলো এভারটনের মাঠে খেলা মোটেই সহজ নয়। সবাইকে এই বাস্তবতা স্বীকার করতে হবে। তারপরও বেশীরভাগ সময়ই আমরাই আধিপত্য দেখিয়েছি। যদিও দূর্ভাগ্যবশত: শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাইনি।’
তলানির তৃতীয় দল এভারটন লিগে ছয় ম্যাচে জয়বিহীন রয়েছে। টফিস ম্যানেজার সিন ডায়চে বলেছেন, ‘তিন পয়েন্ট না হলেও আমাদের অন্তত ড্র প্রাপ্য ছিল।’
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

