এবারের বিপিএলে খেলা নিয়ে শঙ্কা ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। এরপরও সবাইকে অবাক করে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এমনকি দলটিকে নেতৃত্বও দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
এখন পর্যন্ত বিপিএলের দুই ম্যাচ খেলেছে সিলেট। তবে দুটি ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে তার দল। এরই মধ্যে মাশরাফীর শারীরিক জটিলতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জবাবে ম্যাশ বলেন, ‘সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না।’
আসরে নিজেদের প্রথম ম্যাচে ২ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ২৫ রান খরচ করেন মাশরাফী। আর রংপুর রাইডার্সের বিপক্ষে বলই করেননি তিনি। তবে ব্যাট হাতে তিন নম্বরে নেমেও ৭ বলে করেন ৬ রান।
এ ম্যাচের আগে তার বিপিএল খেলা নিয়ে সমালোচনা করেন মোহাম্মদ আশরাফুল। মাশরাফী খেলায় রেজাউর রহমান রাজার মতো তরুণ পেসাররা সুযোগ পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। এ নিয়ে প্রশ্ন যায় মাশরাফীর কাছেও।
উত্তরে তিনি বলেন, ‘এটা তো বললাম। সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করেছি আদর্শ পরিস্থিতি না। কে খেললে ভালো হতো, সেটি পরের বিষয়। সেটা টিমের বিষয়। দেখা গেলো ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারে। সেটা ভিন্ন জিনিস। কে খেললে কী ভালো হতো, সেটা নিয়ে তো আর দল কারো সঙ্গে আলোচনায় বসবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি অবশ্যই সেটা হওয়া উচিত।’
এখনও খেলে যাওয়া কি ভালোবাসার কারণে? এমন প্রশ্ন শুরুতেই গিয়েছিল মাশরাফীর কাছে। উত্তরে তিনি তখন বলেন, ‘সেটা অবশ্যই। সত্যি বলতে আদর্শ পরিস্থিতিতে না হলে ভালো হয়। আমার সবকিছু ঠিক আছে। শুধু হাঁটুর সমস্যাটা হচ্ছে। যেটা খুব ভালো কিন্তু ভোগাচ্ছে এখন।’
একুশে সংবাদ/এস কে