জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ধারণা, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম টেস্টে ভারতের ইনিংস ব্যবধানে হারের পেছনে খেলোয়াড়দের দক্ষতার অভাবই মূল প্রভাবক।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের আশা নিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরে বসায় এবার অন্তত সে আশা পূরণ হচ্ছে না দলটির।
১৯৯২ সালের পর থেকে এখন পর্যন্ত আটটি সিরিজ খেলতে এসে সাতটি সিরিজেই হেরেছে ভারত। অন্য সিরিজটি ড্র করতে পেরেছে তারা।
ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে কার্তিক বলেছেন, দলে দক্ষ ক্রিকেটারের অভাবই এমন হারের কারণ। অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে দলে নেয়নি ভারত। কিন্তু প্রথম টেস্টে মিডল অর্ডারের টিকে থাকতে পারার অক্ষমতাই চোখে লেগেছে সবচেয়ে বেশি। পেস বান্ধব কন্ডিশনে তিন দিনেই ম্যাচ শেষ হয়েছে। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৭৬ রান করেছে ভারত।
এ ব্যাপারে কার্তিক বলেছেন, ‘আমার মনে হয় না, ব্যাপারটা শুধু লাল বলের জন্য অপ্রস্তুত হওয়ার মধ্যে আটকে নেই। তবে দক্ষতার অভাবের কথাও আমি বলব। কিছু কিছু জায়গায় বর্তমান ভারত দলের অনেক বড় শূন্যতা আছে। সবচেয়ে বড় দুর্বলতা মনে হচ্ছে তৃতীয় ও চতুর্থ পেসার এবং মিডল অর্ডার ব্যাটিং। এমন ভারত দলকে দেখে আমরা অভ্যস্ত নই এবং বহু বছর ধরে নিজেদের যে উচ্চতায় নিয়েছে, তার সঙ্গে এটা যায় না।’
সেঞ্চুরিয়নে শার্দূল ঠাকুর ও প্রসিধ কৃষ্ণ খেলেছেন। দুজনে মিলে ৩৯ ওভারে ১৯৪ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

