ফুটবলের মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসির। হতাশায় ভরা মৌসুমে আরেকটি হারের তেতো স্বাদ পেল ব্লুজরা। বড়দিনের আগের সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে দুই গোল হজম করে হেরে যায় পচেত্তিনোর শিষ্যরা।
রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে স্বাগতিক উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামে চেলসি। প্রতিপক্ষের মাঠে অনেক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে একবার জালের দেখা পায় সফরকারীরা। তবে তাতে হার এড়ানো যায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিন প্রথমার্ধ গোল শূন্য থাকলেও ম্যাচের ৫১তম মিনিটে গ্যাবনের মিডফিল্ডার মারিও লেমিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন ম্যাট ডোহার্টি।
অন্যদিকে বদলি নেমে ক্রিস্টোফার এনকুকু শেষ সময়ে একটি গোল শোধ করলেও, আসরে অষ্টম হার এড়াতে পারেনি চেলসি। এই হারের পর ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি।
ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকেট পেতে হলে থাকতে হবে সপ্তম স্থানে, সেখান থেকেও ৭ পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

