AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসিকে পাত্তাই দিল না নিউক্যাসল!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২১ পিএম, ২৬ নভেম্বর, ২০২৩

চেলসিকে পাত্তাই দিল না নিউক্যাসল!

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের হোম ও অ্যাওয়ে ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছিল নিউক্যাসেল ইউনাইটেড। আর এবারের মৌসুমে নীলদের পাত্তাই দিলো না তারা। শনিবার ঘরের মাঠে এক হালি গোল হজম করে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। বিপরীতে ১ গোল শোধ করেছে চেলসি।

নিজেদের মাঠে ১৩ মিনিটের মাথায় লিড নেয় নিউক্যাসল। লুইস মিলেইর পাস থেকে গোল করেন ইসাক। লিগে নভবম ম্যাচে এটি তার সপ্তম গোল। তবে ১০ মিনিট পরেই সমতায় ফেরে চেলসি। ফ্রি-কিক থেকে গোল করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে কাটলেও আর গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলে চেলসি। এই সু্যোগে আরও চড়াও হয়ে ওঠে নিউক্যাসল। ৬০ মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায়। অধিনায়ক জামাল লাসেয়েস দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-১ করেন। এক মিনিট পর বক্সের প্রান্তে স্বদেশী ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে স্কোর ৩-১ করেন জোয়েলিংটন।

চেলসির ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ হয়ে যায় ৭৪ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। ১০ মিনিট পর গর্ডন স্বাগতিকদের হয়ে চতুর্থ গোল করেন। এই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে গেছে নিউক্যাসেল। চেলসি ১৬ পয়েন্ট নিয়ে দশম।


একুশে সংবাদ/এসআর

Link copied!