AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

এএফসির সেরা পারফর্মারের তালিকায় মোরসালিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৩ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩
এএফসির সেরা পারফর্মারের তালিকায় মোরসালিন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উঠতি তরুণ তারকা শেখ মোরসালিন। ঘরের মাঠে লেবাননের বিপক্ষে দুর্দান্ত গোল করে আলোচনায় উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ার টটেনহ্যাম তারকার পাশে বসলেন লাল-সবুজের এ প্রতিনিধি।

এশিয়ান অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। যেটি এশিয়ান কাপেরও সরাসরি বাছাই। আর সেখানেই লেবাননের বিপক্ষে অসাধারণ এক গোল করে মোরসালিন এখন এশিয়ান ফুটবলের রাডারে।

গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। সেখান থেকে শীর্ষ ৯ জন পারফর্মারকে বেছে নিয়েছে এএফসি। যে তালিকায় আছেন টনেটহাম হটস্পারে খেলা দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন। আরো আছেন কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরা। এশিয়ার এই সেরাদের পাশেই জায়গা করে নিয়েছেন মোরসালিন।

লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে বক্সের বাইরে থেকে অসাধারণ একটা শটে স্বাগতিকদের ১ পয়েন্ট পাইয়ে দিয়েছেন মোরসালিন। এত কম বয়সে এমন বড় ম্যাচে তার জ্বলে ওঠা নিয়েই হচ্ছে আলোচনা।

এখন পর্যন্ত জাতীয় দলে ৯ ম্যাচের মধ্যে ৪ গোল করে ফেলেছেন মোরসালিন।

একুশে সংবাদ/এস কে

Link copied!