AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবশেষে অস্কার হাতে পেলেন টম ক্রুজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৩৩ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

অবশেষে অস্কার হাতে পেলেন টম ক্রুজ

হলিউডের সুপারস্টার টম ক্রুজ অবশেষে পেলেন তার বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার।

রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই সম্মাননা তুলে দেন। পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি টম ক্রুজ।

টম ক্রুজ বলেন, সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। ভিন্নতা বুঝতে শেখায়, আবার আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, আশা করি এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটা আমি কে তারই পরিচয়।

তিনি নিজের ছোটবেলার সেই অনুপ্রেরণার কথাও তুলে ধরে বলেন, ছোটবেলায় অন্ধকার হলঘরে এক টুকরো আলো যখন পর্দায় ছড়িয়ে পড়ত, তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলোতরঙ্গই জীবনের স্বপ্ন, চরিত্র নির্মাণ ও গল্প বলার ক্ষুধা জাগিয়ে তোলে। সেই আলোর পথে আমি আজও হাঁটছি।

প্রসঙ্গত, টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন। “বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই” ও “জেরি ম্যাগুয়ার”-এর জন্য সেরা অভিনেতা, “ম্যাগনোলিয়া”-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক”-এর প্রযোজক হিসেবে সেরা সিনেমার মনোনয়ন। তবে অনারারি অস্কার এবার তাকে নিয়ে গেল কিংবদন্তিদের কাতারে। অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস ও মানবিক অবদানের জন্য ডলি পার্টন।  

একুশে সংবাদ/ এনআই

Link copied!