আইসিসি ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ব্যাট করছে নিউজিল্যান্ড।যেখানে চলমান আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১ ওভারে এক উইকেটে ২২২ রান।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ইংল্যান্ড। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ক্রিস ওকসের প্রথম ওভারেই ১০ রান নেন কনওয়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইল ইয়ংকে জস বাটলারের তালুবন্দী করেন স্যাম কুরান। এ ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।
এরপর বাইশ গজে আসেন রাচিন রবীন্দ্র। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি। এতে মাত্র ৩৬ বলেই অর্ধ শতক ছুঁয়ে ফেলেন তিনি। রবীন্দ্রর পর ফিফটি হাকিয়েছেন কনওয়েও। এ প্রতিবেদন খেলা পর্যন্ত তাদের ব্যাট থেকে এসেছে ৯৭ রান।
এখন কনওয়ে ১১৬ ও রবীন্দ্র ১০১ রানে অপরাজিত আছেন।
একুশে সংবাদ/স ক