ফ্রান্সের টি-টেন লিগে অভিষেক ম্যাচেই নিজের বিধ্বংসীরূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি খেলেছেন ৪০ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস।ফ্রান্সের টি-১০ লিগে অভিষেক ম্যাচেই ঝোড়ো সেঞ্চুরি হাকিয়েছেন এই অলরাউন্ডার।
ফ্রান্সের টি-১০ লিগের ফ্র্যাঞ্চাইজি এসি সেইন্টস আশরাফুলকে দলে ভিড়িয়েছে। দলটির হয়ে নিজের প্রথম ম্যাচেই ৪০ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার এই টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটের বড় জয় পেয়েছে সেইন্টস। চলতি লিগে এটি তাদের দ্বিতীয় জয়।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান য়ে ভিলেনুভ সুপার কিংস। পরে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান সংগ্রহ দলটি। এতে সেইন্টসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রান।
সেইন্টসের হয়ে দুই ওভার হাত ঘুরিয়ে ১১ রানের খরচায় দুই উইকেট নেন খান রাব্বানি। একটি উইকেট নেন রুহুল আমিন।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝোড়ো সেঞ্চুরি তুলে নেন অ্যাশ। চার ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ৪০ বলে খেলেন ১১৮ রানের ইনিংস। যেখানে ছিল তার ২০টি চার আর চারটি ছক্কার মার। ইউরোপের ক্রিকেটে আশরাফুলের এটিই প্রথম সেঞ্চুরি। ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২৯৫।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

