AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুইন্স পার্কে রেকর্ড গড়ে খুশি কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪২ পিএম, ২২ জুলাই, ২০২৩
কুইন্স পার্কে রেকর্ড গড়ে খুশি কোহলি

রানমেশিন বিরাট কোহলি তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করে একসঙ্গে অনেক রেকর্ড ভেঙে দিয়ে গড়েছেন এবং অর্জন করেছেন একাধিক নজির। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন কিং কোহলি। তিনি ১৮০ বলে ১০০ টপকে যান এবং ২০৬ বলে ১১টি চারের সাহায্যে ১২১ রান করেন।


বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরির অপেক্ষারও অবসান ঘটিয়েছেন বিরাট কোহলি। পাঁচ বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরি করলেন তিনি। টেস্টে এটি তাঁর ২৯তম শতরান। এর মাধ্যমে কোহলি ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির সমান করেছেন। বিরাট এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেঞ্চুরি করার পর আবারও সমালোচকদের মুখ বন্ধ করেছেন বিরাট। রেকর্ড ইনিংস খেলার পর তিনি বলেছিলেন যে এই রেকর্ড এবং অর্জনগুলি তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ তিনি কেবল দলের জয়ে অবদান রাখতে চান।

 

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিয়োতে কোহলি বলেন, ‘আমি শুধু দলের জন্য অবদান রাখতে চাই। আমি যদি ৫০ রান করতাম, আমি একটি সেঞ্চুরি মিস করতাম এবং যদি আমি ১২০ রান করতাম, আমি একটি ডাবল সেঞ্চুরি মিস করতাম। এমন পরিস্থিতিতে, এই পরিসংখ্যান এবং মাইলফলকগুলি আমার কাছে খুব বেশি গুরুত্ব রাখে না। দলের জয়ে আপনি কীভাবে অবদান রাখেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’


বিরাট কোহলি বলেন, ‘একটি জিনিস যা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ফিটনেস, যে কারণে এটি আমাকে ক্রমাগত ভালো হতে সাহায্য করে। দেশের হয়ে ৫০০ ম্যাচ খেলা আমার জন্য অনেক সম্মানের। আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে এই সব অর্জন করতে পেরেছি। আমি কখনই এই পর্যায়ে পৌঁছানোর কথা ভাবিনি।’ এরপরে ত্রিনিদাদের এই মাঠ নিয়ে কথা বলতে গিয়ে নিজের স্মৃতির পাতা থেকে অতীতের নানা গল্প তুলে আনেন বিরাট কোহলি।

 

কিং কোহলি বলেন, ‘এখানে দর্শকরা দারুণ। তাঁরা দারুণ ভাবে খেলাটা উপভোগ করেন। আমি এই স্টেডিয়ামকে খুব ভালোবাসি। যখনই আমি এখানে আসি এবং এখানে খেলি, সেটা আমার কাছে খুব বড় ও আনন্দের বিষয় হয়। কারণ এটা আমার প্রিয় মাঠ গুলোর মধ্যে এটা। অ্যাডিলেড ও ওভাল হল আমার কাছে সবচেয়ে প্রিয় মাঠের অন্যতম। এই তালিকাতে জোহানেসবার্গও রয়েছে। কিছু মাঠ রয়েছ যে গুলো আপনাকে ঘরের মাঠের অনুভূতি দেয়। এগুলো হল তাদের মধ্যে অন্যতম।’


একুশে সংবাদ/স ক  

Link copied!