AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগুনী টুপির দৌড়ে কে এগিয়ে?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৪ পিএম, ২৪ মে, ২০২৩
বেগুনী টুপির দৌড়ে কে এগিয়ে?

মঙ্গলবার রাতটা ভাল যায়নি তাঁর। আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের কাছে ১৫ রানে হেরে গিয়েছে গুজরাট টাইটান্স। তবে মহম্মদ শামির পক্ষে সান্ত্বনা বলতে, পার্পল ক্যাপ এখনও তাঁর দখলেই।


হেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে বল হাতে ফের দাপট দেখিয়েছেন শামি। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে তুলে নিয়েছেন ২ উইকেট। তাঁর শিকারের তালিকায় ডেভন কনওয়ে ও রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে ১৫ ম্যাচে ২৬ উইকেট ডানহাতি পেসারের। সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। 

 

সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অবশ্য সেয়ানে সেয়ানে টক্কর। হাড্ডাহাড্ডি লড়াই দুই সতীর্থের। মহম্মদ শামি ও রশিদ খান। দুজনই গুজরাট টাইটান্সের ক্রিকেটার। শামির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রশিদ খান। ১৫ ম্যাচে ২৫ উইকেট আফগানিস্তানের লেগস্পিনারের। শামির চেয়ে মাত্র এক উইকেট কম রশিদের। মঙ্গলবার তিনি ১ উইকেট তুলে নিয়েছিলেন। অম্বাতি রায়ডুকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে শামির ইকনমি ৭.৬৬। রশিদের ইকনমি ৭.৯১। অর্থাৎ ওভার প্রতি কম রান খরচ করেছেন শামি।

 

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ১৪ ম্যাচের শেষে চাহালের ঝুলিতে ২১ উইকেট। তবে চাহালের দল রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ায় পার্পল ক্যাপের দৌড় থেকেও বিদায় নিয়েছেন তিনি। বরং তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তুষার দেশপাণ্ডের কাছে। চেন্নাই সুপার কিংসের পেসারের ঝুলিতেও রয়েছে ২১ উইকেট। ১৫ ম্যাচ খেলে। ফাইনালে আর এক উইকেট নিলেই চাহালকে টপকে যাবেন তিনি। সিএসকে-র পেসার এই মুহূর্তে তালিকার চার নম্বরে।

 

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন পীযূষ চাওলা। এবারের আইপিএলে যাঁর নবজন্ম হয়েছে। ১৪ ম্যাচে ২০ উইকেট রয়েছে লেগস্পিনারের। ওভার প্রতি মাত্র ৭.৮১ রান খরচ করেছেন উত্তর প্রদেশের ক্রিকেটার।

 

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায় ছয় নম্বরে। ১৪ ম্য়াচে তাঁরও উইকেট সংখ্যা ২০। তবে ইকনমি রেটে সামান্য পিছিয়ে থাকায় পীযূষের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন তামিলনাড়ুর স্পিনার। ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সাত নম্বরে চেন্নাই সুপার কিংসের বোলার রবীন্দ্র জাডেজা। ১৯ উইকেট নিয়ে অভিযান শেষ করেছেন মহম্মদ সিরাজ। আরসিবি পেসার এই মুহূর্তের তালিকায় আট নম্বরে। নয় নম্বরে রয়েছেন মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের বোলারের ঝুলিতেও ১৯ উইকেট। ১১ ম্য়াচে ১৭ উইকেট নিয়ে সিএসকে-র মাথিশা পাথিরানা রয়েছেন তালিকায় দশ নম্বরে।


একুশে সংবাদ.কম/সম   

Link copied!