AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাপনের বক্তব্যের সাথে একমত নন টেস্ট ক্যাপ্টেন মমিনুল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৪৮ পিএম, ২২ মে, ২০২২
পাপনের বক্তব্যের সাথে একমত নন টেস্ট ক্যাপ্টেন মমিনুল

জাতীয় দলের ক্রিকেটারদের ১০ দিন খেলার মানসিকতা নেই’ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এমন বক্তব্যের সঙ্গে একমত নেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। দ.আফ্রিকা সফর থেকে জাতীয় দল দেশে ফেরার পর পাপন বলেছিলেন, ক্রিকেটারদের মাঝে ১০ দিন (দুই টেস্ট) খেলার মানসিকতা নেই। 

কোচদের সঙ্গে আলোচনার পর গত ৮ মে পাপন বলেছিলেন, ‘কোচরা আমাকে জানিয়েছে, টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আমাদের আরো কাজ করতে হবে। কারণ বেশির ভাগ ক্রিকেটারেরই ১০ দিন খেলার মানসিকতা নেই। '

তবে বিসিবি সভাপতির এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন টাইগার টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগের দিন মিরপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার তো মনে হয় না এ রকম কোনো কিছু হয়। আমার কাছে মনে হয় আগামী পাঁচ দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচ দিনে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন মাঠে কেমন অ্যাটিচিউড থাকে, কিভাবে পজিটিভ থাকি এটা গুরুত্বপূর্ণ। ১০ দিন খেলা কঠিন আমার মনে হয় না।’

মুমিনুল আরও বলেন,‘চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে...মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফলাফল আসে।’

একুশে সংবাদ/এসএস

Link copied!