AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন মিলান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০৪ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২
জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন মিলান

ছবি: সংগৃহীত

জমজমাট ফাইনালে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ২০১০ সালের পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা ফিরে পেল ইন্টার মিলান। বুধবার রাতে ফাইনালে সান সিরোয় মুখোমুখি হয় দুদল। যেখানে ওয়েস্টন ম্যাককেনি জুভদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে ইন্টারকে সমতায় ফেরান লাউতারো মার্তিনেস। এ নিয়ে ইতালিয়ান সুপার কাপের ষষ্ঠ শিরোপা জিতল ইন্টার।  

খেলার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের খেলা চলছে, টাইব্রেকারের প্রস্তুতিও নিয়েছিল দুদল। তবে অন্তিম সময়ে পার্থক্য গড়ে দিলেন আলেক্সিস সানচেস। এর আগে ম্যাচের ২৫তম মিনিটের আক্রমণ থেকে এগিয়ে যায় এই টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আলভারো মোরাতার ক্রসে এক ডিফেন্ডারের পায়ে লাগলেও বল গিয়ে পড়ে গোলমুখে; খুব কাছাকাছি থাকা ম্যাককেনি হেডে লক্ষ্যভেদ করেন।

তবে ৩৫তম মিনিটে মার্তিনেস স্বাগতিকদের সমতায় ফেরান। জেকোকে বক্সে মাত্তিয়া দি সিগলিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। গোলরক্ষককে বিপরীত দিকে ছিটকে দিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে মার্তিনেস ও জেকোর বদলি হিসেবে সানচেস ও হোয়াকিন কোররেরাকে নামায় ইন্টার। কিন্তু বাকিটা সময় কেউ গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


একুশে সংবাদ/এসএস

Link copied!