ঢাকা টু সৈয়দপুর রেলে এক বাঙালি ও এক পাকিস্তানি যাচ্ছেন। রেলগাড়ির কামরায় উঠলো বাঙালিটি। তার সঙ্গে বিশাল বোঝা। বোঝাটা ওঠানোর দরকার ওপরের তাকে।
কিন্তু সে একটু খাটো আর গায়ে জোর কম, সে কিছুতেই বোঝাটা রেলের তুলতে পারছে না।
তা দেখে-এগিয়ে এলো সেই পাকিস্তানি। বোঝাটা এক ঝটকায় তুলে দিলো তাকের ওপর।
তারপর বাঙালিকে বলল: আরে ভেতো বাঙালি- ‘রুটি খাও, গায়ে জোর হবে।’
বাঙালি বাবুটির মনে গোস্বা হলো-‘আরে হালায় আমারে ভেতো বাঙালি বলে টিটকারী করলি। রাখ তোরে দেখাচ্ছি মজা।’
বাঙালিটি খানিক পর রেলগাড়ির চেইন টানার চেষ্টা করতে লাগল। কিন্তু তার ভাবখানা এমন, কিছুতেই সে চেইন টেনে জুত করতে পারছে না।
তার সাহায্যে আবার এগিয়ে এলো পাকিস্তানিটি। চলন্ত ট্রেনের চেইনটা টেনে দিল সে এবং আবারও বলল, ‘রুটি খাও, গায়ে বল হবে। যতসব ভেতো বাঙালি।’
ততক্ষণে রেলপুলিশ এসে হাজির। ‘কে চেইন টেনেছে? ধরো তাকে। ৫০০ টাকা জরিমানা করো।’
বেচারা পাকিস্তানি ৫০০ টাকা জরিমানা দিয়ে বাঙালিটির দিকে তাকিয়ে রাগে ফাটতে থাকলো।
তখন বাঙালিটি বলল, আরে -‘ভাত খাও, বুদ্ধি হবে।’
একুশে সংবাদ/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

