৮০০ মিটার বাকি থাকা অবস্থাতেই যে অ্যালেক্স ই (যুক্তরাজ্য) ও হেইডেন ওয়াইল্ডকে (নিউজিল্যান্ড) পেছনে ফেলেছিলেন, আর পিছু ফিরে তাকাননি ক্রিস্টিয়ান ব্লুম্মেনফেল্ট। ১ ঘন্টা ৪৫ মিনিট ০৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ২৭ বছর
বয়সী নরওয়েজিয়ান অ্যাথলেটই। ২০১৬ রিও অলিম্পিকে ১৩তম হয়ে শেষ করা ব্লুমেনফেল্ট এবারের সোনা জিতে বনে গেলেন অলিম্পিকে ট্রায়াথলনে সোনা জেতা প্রথম নরওয়েইজিয়ান।
একুশে সংবাদ/বর্না



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

