AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. রফিকুল ইসলাম হিলালী


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৮:১১ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় উল্লেখ করেন, প্রার্থী পরিবর্তন হতে পারে।

মনোনয়ন প্রাপ্তির পর ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “আলহামদুলিল্লাহ, এই প্রাপ্তি আমার জীবনের আনন্দ ও গৌরবের। এটি শুধু আমার নয়, কেন্দুয়া-আটপাড়ার প্রতিটি মানুষের আনন্দও বটে। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। এখন সময় সংযম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা উদযাপন করব স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ।”

উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী ২০০৬, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে তিনি “দুর্দিনের হিলালী ভাই” নামে পরিচিত। বিগত ১৬ বছরে তিনি ৫৬টি মামলার আসামি হয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এলাকার মানুষ তাকে বিএনপির আপোষহীন যোদ্ধা হিসেবে মনে করেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম হিলালীর নাম ঘোষণার পর থেকেই নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!