বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কসব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের উত্তর পাড়ায় এক সামাজিক অনুষ্ঠান শেষে গাবতলী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী এম. এ. মতীন।
কর্মসূচিতে বিএনপির দৃষ্টিভঙ্গি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এ সময় এম. এ. মতীন বলেন, “তারেক রহমান দেশের পুনর্গঠন ও জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই তৃণমূলের মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাষ্ট্র মেরামতের আন্দোলন এগিয়ে নিচ্ছি।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসব ইউনিয়ন বিএনপির সভাপতি হাসেম আলী সরদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কসব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

