AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৭:৫৫ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার

পাবনার ভাঙ্গুড়ায় হালকা শীত পড়তেই পাড়া-মহল্লায় জমজমাট ব্যাডমিন্টন খেলার ধুম শুরু হয়েছে। শীত মৌসুমের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে ব্যাডমিন্টন ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যা ঘনাতেই কোর্টে জমে ওঠে ব্যাডমিন্টন খেলা, আর কোর্ট থেকে ভেসে আসে ‘থার্টিন হোপ’, ‘ফোরটিন লাস্ট’ চিৎকার।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারে ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। শীত মৌসুমে ব্যাডমিন্টন ক্রীড়াসামগ্রী বিক্রি হচ্ছে বেশি। এছাড়া বিক্রি হচ্ছে বুট, হ্যান্ডগ্রিপ ও অন্যান্য সরঞ্জামও, যা খেলার সময় ব্যবহার হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, ব্যাডমিন্টন মৌসুমভিত্তিক খেলা হওয়ায় শীত পড়া শুরু হলেই র‌্যাকেট, শাটলকক ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ক্রেতারা দোকানে ভিড় জমান। র‌্যাকেটের দাম নির্ভর করে মান ও ব্র্যান্ডের ওপর।

ভাঙ্গুড়া উপজেলার সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়াসামগ্রী ব্যবসায়ী মামুন হোসেন বলেন, “গত বছরের তুলনায় এবার র‌্যাকেটের দাম কিছুটা বেড়েছে। বিক্রি ভালো চলছে, ক্রেতারও চাপ রয়েছে। আমাদের দোকানে ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত র‌্যাকেট পাওয়া যায়। কম দামের র‌্যাকেট সহজলভ্য হওয়ায় ক্রেতারা সেগুলোতে বেশি ঝুঁকছেন।”

ভাঙ্গুড়া প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন বলেন, “ব্যাডমিন্টন আমার প্রিয় খেলা। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই খেলাটি শুরু করেছি। প্রতিদিন সন্ধ্যায় খেলা হয়। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন সুস্থ থাকে। পাশাপাশি খেলাধুলা ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জনে সাহায্য করে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!