AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় দলের পোষাকে বিস্মিত শামীম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৪ পিএম, ২৫ জুলাই, ২০২১
জাতীয় দলের পোষাকে বিস্মিত শামীম

গেলো বছর অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। বয়সও মাত্র কুড়ি বছর। কিন্তু বছর না ঘুরতেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাবেন তা ভাবতেই পারছিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার শামীম হোসেন। 


চলমান জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আর্ন্তজাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেশের ৭১তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হয় শামীমের।  


শুরুতেই অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদের প্রশংসা কুড়িয়েছেন শামীম।  প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঘরোয়া ক্রিকেটেও। তবুও শামীমের মতে, দ্রুতই ডাক পেয়েছেন জাতীয় দলে, যা অবাক করেছে নিজেকেই। 


শামীম বলেন, ‘জাতীয় দলে খেলার ইচ্ছা তো সবারই থাকে। তবে জাতীয় দলে এত দ্রুত ডাক পেয়ে আমি নিজেও অবাক হয়েছি। এটা আসলে ভাবিনি। খুব ভালো লাগছে। অভিষেক ম্যাচেও মোটামুটি ভালোই করেছি। আমি চেষ্টা করেছি ম্যাচটা শেষ করার। কিন্তু দুর্ভাগ্য, সেটা করতে পারিনি।’


গত ২৩ জুলাই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে অভিষেক ক্যাপ পান শামীম। সে প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের খেলা দেখেছি ছোটবেলা থেকেই। ইচ্ছা ছিল তারা থাকা অবস্থায় জাতীয় দলে খেলার। সেটা পেরেছি। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি।’


শামীম আরও জানান, সুযোগ পেলে দলের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত, ‘আমি সব সময় দলের জন্য খেলি, সেটা যেকোনো জায়গাতেই হোক। দলকে জেতাতে পারলে আমার অনেক ভালো লাগবে।’
 

Link copied!