AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেইশিন রিউ কারাতে প্রতিযোগীতা ২০২১ অনুষ্ঠিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
শেইশিন রিউ কারাতে প্রতিযোগীতা ২০২১ অনুষ্ঠিত

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও আন্তর্জাতিক শেইশিন রিউ কারাতে দো বাংলাদেশ কতৃক আয়োজিত, শিহান হুমায়ুন কবির জুয়েল, সেনসি সেলিম আলী ভুঁইয়া ও সেনসি আব্দুর রউফ সৃতি  কারাতে প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (জিমনেসিয়াম হল), পুরানা পল্টন, ঢাকায় ১৯ ও ২০ ফেব্রুয়ারী ফরিদপুর জেলার কিং কারাতে বাংলাদেশ সংগঠন অংশগ্রহণ করেছে। 

এ অনুষ্ঠানে ৪ টি স্বর্ন পদক, ২ টি রৌপ্য পদক ও ১০ টি তাম্র পদক সহ মোট ১৬ পদক অর্জন করেছে।

পুরুষ্কার প্রাপ্তরা হচ্ছে শিশু শ্রেণির মোঃ জায়েদ আল-হুসাইন, একক কাতা ইভেন্টে স্বর্ন পদক ও সোহন ঠাকুর, একক কাতা ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন।

ক্যাডেট শ্রেণির রামিশা, একক কাতা ইভেন্টে তাম্র পদক, কানিজ ফাতেমা ছোয়া, একক কাতা ইভেন্টে স্বর্ন পদক, সৈয়দা সারাফ আনজুম স্নাতা, একক কাতা ইভেন্টে তাম্র পদক ও কুমিতে ইভেন্টে স্বর্ন পদক পেয়েছেন। 

জুনিয়র শ্রেণির রিয়া, কুমিতে ইভেন্টে তাম্র পদক, সামছুন নাহার ইলা, কুমিতে ইভেন্টে স্বর্ন পদক ও একক কাতা ইভেন্টে তাম্র পদক, ফায়াবী আলম, কুমিতে ইভেন্টে রৌপ্য পদক, একক কাতা ইভেন্টে তাম্র পদক, আনুসূয়া তায়্যিবা, একক কাতা ইভেন্টে তাম্র পদক, কুমিতে ইভেন্টে তাম্র পদক, সাদিয়া সুলতানা, কুমিতে ইভেন্টে তাম্র পদক ও একক কাতা ইভেন্টে তাম্র পদক পেয়েছেন। 

মুস্তাফিজুর রহমান লিখন, কুমিতে ইভেন্টে তাম্র পদক পেয়েছেন। 

অত্র দলের কোচ ও দলনেতা ছিলেন মোঃ জহিরুল ইসলাম আলী, ম্যানেজার ছিলেন জান্নাতুল নাইম শোভন।

পুরুষ্কার গ্রহন করতে পারায় ফরিদপুরের সর্ব মহলের ভালবাসায় সিক্ত কিং কারাতে প্রতিষ্ঠান।


একুশে সংবাদ/রাহা/আ

Link copied!