AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে, কাতার থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩১ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৫

লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে, কাতার থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের অনুরো এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। আগামীকাল কাতার থেকে রওনা হবে এয়ার অ্যম্বুলেন্সটি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি একবার যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান করে গত ৬ মে আবারও দেশে ফিরে আসেন। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হতো।

গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন। এরপর কাতার প্রত্যুত্তরে জানায়, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত আছে দেশটি। কাতারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবার সেই অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তাকে।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরেই। এই সমস্যার কারণে তাকে সম্প্রতি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। তার সঙ্গে এই বহরে যাবেন আরও ১৪ জন।  

তবে ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে ভর্তি আছেন।

একুশে সংবাদ/এসআর

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!