AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৮ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন জটিলতা দেখা দেওয়ায় তাকে ইলেক্টিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, যা বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমে পাঠায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরীক্ষাগুলোতে খালেদা জিয়ার ফুসফুস ও অন্যান্য অঙ্গের কার্যক্রমে জটিলতা ধরা পড়ে। তার শ্বাসকষ্ট বৃদ্ধি, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং রক্তে কার্বন-ডাইঅক্সাইড বেড়ে যাওয়ায় প্রথমে হাই-ফ্লো নেজাল ক্যানুলা ও বিআইপিএপি দিয়ে চিকিৎসা চালানো হয়। তবে প্রয়োজনীয় উন্নতি না হওয়ায় অঙ্গগুলোকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটরে নেওয়া হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার রোগ, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিসহ বহু জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েকদিনের মধ্যেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৭ নভেম্বর তার ‘অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস’ শনাক্ত হয়, যার চিকিৎসা এখনো চলছে। গুরুতর সংক্রমণ (ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল) মোকাবিলায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হচ্ছে।

এ ছাড়া কিডনির কর্মক্ষমতা কমে যাওয়ায় ডায়ালাইসিস শুরু করতে হয় এবং নিয়মিত ডায়ালাইসিস চালানো হচ্ছে। একই সঙ্গে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি সমস্যার কারণে তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান সরবরাহ করা হচ্ছে।

এদিকে চিকিৎসকদের নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভালভে জটিলতা দেখা গেলে টিইই (ট্রান্স–ইসোফিজিয়াল ইকো) পরীক্ষা করা হয় এবং সেখানে ‘ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস’ শনাক্ত হয়। চিকিৎসা প্রোটোকল অনুযায়ী রোগটির চিকিৎসা শুরু হয়েছে।

খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা দেখভালের জন্য একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যেখানে দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও যুক্ত রয়েছেন। বোর্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আছেন প্রফেসর এফ এম সিদ্দিকী ও প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসা বোর্ড ও হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে এবং সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!