মালয়েশিয়ার পেনাং রাজ্যের বুকিত মের্তাজামে এক শিল্প কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কর্মসংস্থান অনুমতির শর্ত ভঙ্গের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সিম্পাং আমপাট এলাকার ওই কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। এক বিবৃতিতে তিনি জানান, মোট ৭৪৯ জন অভিবাসী শ্রমিকের নথিপত্র যাচাই করে দেখা হয়। এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশের নাগরিক এবং একজন নেপালের। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, যেসব কারণে শ্রমিকদের আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে: অনুমতিপ্রাপ্ত সেক্টরের বাইরে কর্মরত থাকা, পারমিটের মেয়াদোত্তীর্ণ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা এবং অননুমোদিত স্থানে কাজ করা।
এ অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও অংশ নেয় মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (JPN), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (MBSP), এবং কর্মপরিবেশ নিরাপত্তা বিষয়ক সংস্থা (JKKP)।
আটকদের প্রাথমিকভাবে ইমিগ্রেশন অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পেনাংয়ের জাওয়ি ইমিগ্রেশন ডিপোর হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সেখান থেকেই পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে