রাজশাহীর পুঠিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের সরকারি গোডাউনে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস জানান, এবছর পুঠিয়া উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫ টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৬ টন। উপজেলার ৪টি লাইসেন্সপ্রাপ্ত মিল থেকে এসব চাল সংগ্রহ করা হবে। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
পুঠিয়া এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষকরা চিটামুক্ত ও শুকনো ধান সরাসরি ১,৩৬০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. সোলায়মান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

