দক্ষিণ আফ্রিকা প্রমাণ করল, আইনের উর্ধ্বে কেউ নেই। জোহানেসবার্গের কাছাকাছি ইডেনভিল শহরে মোহাম্মদ আলী নামের এক বাংলাদেশির দোকানের নগদ অর্থ ও মালামাল চুরির ঘটনায় পুলিশ দুর্নীতি ও চুরির অভিযোগে ১০ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
জুন মাসে ইডেনভিলের ওই দোকানে অভিযান চালাতে আসা চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ নগদ ৩৫ হাজার রেন্ড এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ ৫ হাজার রেন্ড মূল্যের অন্যান্য মালামাল অবৈধ জব্দ করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, তারা সস্তা সিগারেট থানায় বুক করলেও দামি সিগারেট গায়েব করে অন্যত্র সরিয়ে নেয়।
সোমবার (৪ আগস্ট) মোহাম্মদ আলী ইডেনভিল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১০ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ৬ জন ইখুরেলিনি মেট্রো পুলিশ রয়েছেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশ সদস্যরা দোকানের লোকজনকে আটকাচ্ছেন, দোকান ভাঙচুর করছেন এবং একজন দোকান সহকারীকে হুমকি দিচ্ছেন। স্টোররুম থেকে সিগারেট এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কালো প্লাস্টিক ব্যাগে ভরে নিচ্ছেন। একজনকে কাউন্টার থেকে টাকা নিতে দেখা গেছে, আর একজন পুলিশ অফিসার দোকান থেকে বের হওয়ার পর নাচছেন।
এই ঘটনা দেশটির ২৪ নিউজ টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। জোহানেসবার্গে বিশেষ শাখার ট্যাকটিক্যাল রেসপন্স টিম (TRT) অংশ নেয় অভিযানে, যেখানে পুলিশ সদস্যদের বিরুদ্ধে চুরি ও দুর্নীতির বড় ধরনের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে