AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে নৌকা ডুবে বৃদ্ধা নারীর মৃত্যু



মধ্যনগরে নৌকা ডুবে বৃদ্ধা নারীর মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে শামছুন্নাহার বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা সেতুর নিচে প্রবল স্রোতের ধাক্কায় উল্টে গেলে সেটি পানিতে ডুবে যায়।

নিহত শামছুন্নাহার বেগম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। দুই দিন আগে তিনি স্বামীহারা ছেলেমেয়েদের নিয়ে ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শুক্রবার সকালে ছাদযুক্ত একটি নৌকায় করে মধ্যনগর বাজারে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, নৌকাটি পিপড়াকান্দা এলাকায় পৌঁছালে পানির প্রচণ্ড স্রোতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় অধিকাংশ যাত্রী নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার বেগম নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা ডুবে যাওয়া নৌকার ছাদের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা অন্য সব যাত্রী নিরাপদে উদ্ধার হয়েছেন।”

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!