কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় প্রবাসীদের লক্ষ্য করে সংঘটিত এক চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েতের ফারওয়ানিয়া গোয়েন্দা বিভাগ।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একদল চক্র সদস্য জিলিব এলাকার অসহায় প্রবাসীদের বিশেষ করে সবজী বাজার ও অস্থায়ী দোকানদারদের টার্গেট করে অর্থ আদায় করে আসছিল। তারা টাকা না দিলে প্রবাসীদের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করত।
গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে নিরাপত্তা বাহিনী। তদন্তের এক পর্যায়ে একটি ভিডিও প্রমাণ সংগ্রহ করা হয়, যেখানে দেখা যায়, চক্রের সদস্যরা বাজারের মধ্যে একাধিক বিক্রেতার কাছ থেকে জোর করে টাকা আদায় করছে।
পরবর্তীতে খবর পেয়ে অভিযানে নামে গোয়েন্দারা। অভিযানে এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, যিনি ওই সময় চাঁদাবাজির কাজ চালাচ্ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার সহযোগীদের শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

