AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে খানাখন্দে ভরা সড়ক, চরম দুর্ভোগে পথচারী


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০২:২৮ পিএম, ১৮ জুলাই, ২০২৫

মাদারগঞ্জে খানাখন্দে ভরা সড়ক, চরম দুর্ভোগে পথচারী

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার-জামথল সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত, অধিকাংশ স্থানে পিচঢালাই নেই, আর সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়। প্রতিদিনই উল্টে পড়ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। একই সঙ্গে কাদা ছিটকে নষ্ট হচ্ছে পাশের দোকানপাট ও পথচারীদের পোশাক।

সরেজমিনে দেখা গেছে, কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যেগুলোতে জমে থাকা পানিতে গাড়ি চলতে বাধ্য হচ্ছে ধীরে ধীরে। কোথাও হাঁটার উপায় নেই। এসব গর্তই এখন দুর্ঘটনার প্রধান কারণ। সড়কটির এই করুণ চিত্রে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এই সড়ক দিয়ে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর, চর গাবেরগ্রাম, দক্ষিণ চর বওলা, বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা, কামারিয়ার চর, এমনকি বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কাজলা ইউনিয়নের জামথল, চর ঘাগুয়া ও টেংড়াকুড়া এলাকাসহ প্রায় ২০টি প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। সড়কটির পাশেই অবস্থিত মাদারগঞ্জ এএইচজেড সরকারি কলেজ, বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়, নুরন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজ, বালিজুড়ী এসএম ফাজিল মাদরাসাসহ অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের বেহাল অবস্থায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে।

সড়কের পাশেই ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, “আর ছবি তুলে কী হবে? অনেকেই ছবি তোলে কিন্তু কাজ হয় না। কেউ একটা ভাঙা ইটও ফেলেনি চলাচলের জন্য।”

শুভগাছা গ্রামের বাসিন্দা তোফাজ্জল তালুকদার বলেন, “এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে আমরা অনেক উপকৃত হব।”

চাঁদপুর এলাকার শিক্ষক হাফিজুর রহমান বলেন, “এই রাস্তায় শিক্ষার্থীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। গর্ভবতী নারী বা রোগী নিয়ে উপজেলা বা জেলা সদরে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টির সময় গর্তে পানি জমে গেলে পুরো সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।”

এ বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস জানান, “বালিজুড়ী বাজার-জামথল সড়কটির বর্তমান ১২ ফুট প্রশস্ততা বাড়িয়ে ১৮ ফুট করার প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে পরিদর্শনও সম্পন্ন হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। আপাতত কিছু খোয়া-বালু দিয়ে গর্ত ভরাট করা হবে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় সাময়িকভাবে চলাচলে সমস্যা হচ্ছে।”

 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!