"আমরা জানি সামনে আরও একটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে,"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার ১৮তম দিনে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আমাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরবো। গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা চালিয়েছে—আরও হামলার আশঙ্কা আছে। কিন্তু আমাদের দমন করা যাবে না।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, এবং এই লড়াইয়ে আমরা জয়ী হবো। দেশে চাঁদাবাজি চলছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা, যাতায়াত ব্যবস্থা ভঙ্গুর, কর্মসংস্থানে সংকট—এই অবস্থায় জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।”
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মীন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে