দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ভালব্যাংক এলাকায় মোজাম্বিকের কর্মচারীদের হাতে মাহবুবুর রহমান ও হোসেন মোল্লা নামে দুই বাংলাদেশি খুন হয়েছেন।
নিহত মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং হোসেন মোল্লা মাদারীপুর জেলার বাসিন্দা ছিলেন।
গতকাল রবিবার (২৫ মে) রাতে ডাকাতির এক মর্মান্তিক ঘটনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় প্রবাসী বাংলাদেশি মাসুম আহমেদ জানান, নিহত মাহবুবের দোকানে দুই জন মোজাম্বিকের নাগরিক প্রায় দুই বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করছিল এবং তারা দোকানেই রাত যাপন করতো। মাহবুব দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য ব্যবসা পরিচালনার দায়িত্ব দিতে তিনি হোসেন মোল্লাকে দোকানে নিয়ে আসেন।
মাহবুব দেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করে চারটি লাগেজ গুছিয়ে রেখেছিলেন। এই বিষয়টি দোকানের কর্মচারীদের নজরে আসে এবং তারা লোভে পড়ে। এরপর তাদের মধ্যে একজন তার দুই স্বদেশীকে ডেকে পরিকল্পিতভাবে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটায়।
এসময় তিনজন মোজাম্বিকের নাগরিক ধারালো অস্ত্র দিয়ে মাহবুবুর রহমান ও হোসেন মোল্লার উপর হামলা চালায়। ঘটনাস্থলেই হোসেন মোল্লা নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহবুবকে হাসপাতালে ভর্তি করলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

