দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা—ঘাউটেং প্রদেশ শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় জোহানেসবার্গে ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য এবং ঘাউটেং প্রদেশের সভাপতি মো. শরীফ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসুল কোরআন পেশ করেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাউটেং প্রদেশের সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাইম, দাওয়াহ সম্পাদক আব্দুর রাকিব, প্রকাশনা সম্পাদক শাহেদ মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন।
শিক্ষা বৈঠকে কর্মীদের মধ্যে গ্রুপভিত্তিক বই আলোচনা ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৈঠকের শেষ পর্বে বিশেষ দোয়া ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং ঐক্যের প্রত্যাশায় মোনাজাত করা হয়। এর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/দ.আ.প্র /এ.জে