মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জমকালো ফুটসাল টুর্নামেন্ট ‘আন্তর্জাতিক মে দিবস-২০২৫’। কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের পৃষ্ঠপোষকতায়, দেশটির রাজধানী মালের প্লে-গ্রাউন্ডে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ অংশ নিয়েছে মোট চারটি দেশের ২০টি দল।
শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও অভিবাসীবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে বিশ্ব শ্রমিক দিবস পালন করেছে মালদ্বীপে কর্মরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
শুক্রবার (১৬ মে) দিবসটি উপলক্ষে রাজধানী মালের প্লে-গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক মে দিবস-২০২৫’ ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাব।
দিবারাত্রির নকআউট পর্বের এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। দুই দলই প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় ম্যাচটি রোমাঞ্চকর মোড় নেয়। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে এক গোল করে মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ এবং ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ডে-এর চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ প্রাইজমানি তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ ও বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন, বাংলাদেশ থেকে আগত রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই এই ধরনের খেলাধুলায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরস্পর সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
আয়োজক কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের পক্ষ থেকে নজরুল ইসলাম মামুন আগন্তুক সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু খেলা নয়, বরং আমাদের সংস্কৃতি ও প্রবাসীদের পারস্পরিক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ।
এদিন প্রবাসীদের উচ্ছ্বাস এবং স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের কারণে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট রঙিন উৎসবে পরিণত হয়।
একুশে সংবাদ/এ.জে