দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন পর্বত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্রমশ রাজধানী কেপটাউনের দিকে অগ্রসর হচ্ছে। আগুনে প্রায় ৩০০০ হেক্টর গাছপালা পুড়ে গেছে।
গত শুক্রবার (২৫ এপ্রিল) সকালে টেবিল মাউন্টেনের একাধিক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। একটানা গত পাঁচদিন ধরে এই আগুন জ্বলছে। আগুন লাগার পরপরই এর নিয়ন্ত্রণে জোর তৎপরতা শুরু হলেও এখনো আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি হেলিকপ্টার এবং ২৫০ টি দমকলকর্মী। ৫দিনেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্রমশ রাজধানী কেপটাউনের দিকে অগ্রসর হচ্ছে। আগুনে প্রায় ৩০০০ হেক্টর গাছপালা পুড়ে গেছে। সরিয়ে নেয়া হয়েছে ২০০ পরিবারকে। আগুন নিয়ন্ত্রণের ১জন মহিলা কর্মীর উভয় পা পুড়ে গিয়ে আহত হয়েছে।
পর্বতাঞ্চল ও এর আশপাশের এলাকার দেখভালের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল পার্কস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের ব্যবস্থা ও উপকরণ ব্যবহার করা হচ্ছে।
প্রাণী কল্যাণ সমিতি জানিয়েছে যে তাদের দল টোকাই এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত প্রাণীদের সরিয়ে নেওয়া এবং উদ্ধারে সহায়তা করছে।
ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে কেপটাউন ও টেবিল মাউন্টেন অঞ্চলে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তীব্র উপকূলীয় বাতাসের কারণে এসব আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে।
২০২১ সালে টেবিল মাউন্টেনে ঘটে যাওয়া আগুন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। ওই অগ্নিকাণ্ডে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভবনগুলো পুড়ে যায় এবং কর্তৃপক্ষকে আশেপাশের এলাকা থেকে মানুষজন সরিয়ে নিতে বাধ্য হতে হয়।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :