দক্ষিণ আফ্রিকায় শেখ হাসিনার ভার্চুয়াল সভার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেইভ হিউম্যানিটি ইন বাংলাদেশ, সাউথ আফ্রিকা। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জোহানিজবার্গের ফোজর্সবার্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন, সেইভ হিউম্যানিটি ইন বাংলাদেশ সাউথ আফ্রিকা`র আহ্বায়ক শাহাদাত হোসেন, প্রধান উপদেষ্টা মোশাররফ হোসাইন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কাশেম ও শরীফ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মোয়ারেফ হোসেন রতন, শেখ মাসিদ, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম আজাদ, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান হাসিব, জামাল উদ্দিন, মোঃ সাগর, মোঃ ইলিয়াস, রুবেল আহমেদ, মাহফুজুর রহমান প্রমূখ।
এসময় লিখিত বক্তব্যে সংগঠনের আহবায়ক শাহাদাত হোসাইন বলেন, বাংলাদেশ থেকে বিতাড়িত, হাজার হাজার কোটি টাকা পাচারকারী, শেয়ার বাজার ধ্বংস করেছে এবং ব্যাংকগুলো লুটপাট করেছে। প্রতিটি সেক্টরে সিন্ডিকেট তৈরি করেছে। শত শত ছাত্রজনতা গুম ও হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে আবারও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। দক্ষিণ আফ্রিকার পতিত স্বৈরাচারের দোসররা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। তাই তারা সভা সমাবেশের ঘোষণা দিয়েছে। তবে তাদের এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে না। সবাইকে একত্রিত হয়ে এই পতিত স্বৈরাচারকে নির্মূলের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রা শুরু করতে হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোশাররফ হোসাইন বলেন, বিভিন্ন দেশে ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি। এবং বিদেশের মাটিতে যেনো কোন ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য হাইকমিশন মহোদয়কে সজাগ দৃষ্টি ও যথাসম্ভব কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুরোধ জানাচ্ছি।
পরিশেষে দক্ষিণ আফ্রিকা প্রবাসী সহ দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতি আহবান, আপনারা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ভুমিকা রেখেছেন। ভবিষ্যতে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মমানে ফ্যাসিবাদের দোসরদের পরাজিত করতে এগিয়ে আসুন।
এছাড়া বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা বিএনপির নর্থ শাখার আহ্বায়ক জহিরুল আলম তরুণ, প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন ও সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল এক বিবৃতিতে জানান। দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের এক অংশের ১৯ জানুয়ারি হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আয়োজনের প্রতিবাদ করে প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

