AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৪ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন : মির্জা ফখরুল

সাংবাদিক সমাজের অভ্যন্তরীণ বিভক্তির কারণেই অনেক সাংবাদিক রাজনীতিকদের প্রভাববলয়ে চলে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে। কিন্তু গত ১৫ বছরে বহু সাংবাদিক নিজেরাই ফ্যাসিবাদী শাসনকে সমর্থন দিয়েছে। তার ভাষায়, “নিজেদের মধ্যকার বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকের পকেটে ঢুকে পড়েন।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের বিকাশকে গুরুত্ব দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবি-দাওয়াগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও সংবাদ পরিবেশনে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, গণমাধ্যমকে দেশের স্বার্থে, জনগণের পক্ষে থেকে কাজ করতে হবে এবং সর্বত্র ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!