গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, নলডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল হাসান, সাদুল্লাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুন শাকিব, বিশিষ্ট ধান–চাল ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন, দীপুর মহন্ত, নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজুল ইসলাম, সাংবাদিক মোজাহিদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গুদামের কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে এ গুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা দরে ১ হাজার ৫৯৯ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

