বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই। বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি।”
তিনি আরও বলেন, “একটি রাষ্ট্রে স্থিতিশীলতা ও সুরক্ষার জন্য প্রয়োজন শক্তিশালী ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা। শিক্ষাই জাতির সবচেয়ে বড় হাতিয়ার— যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “২৫ বছর আগে বিএনপি সরকারে থাকাকালে দেখেছি, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছিলেন। তিনি শুধু কেন্দ্র নয়, তৃণমূল পর্যায়ে গিয়েও জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।”
তিনি যোগ করেন, “আজ তিনি লন্ডন থেকে দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলছেন—এটাই তার জনগণের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।”
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “সংস্কারের যে আলোচনা আজ জাতীয় পর্যায়ে হচ্ছে, সেটি তারেক রহমান আড়াই বছর আগেই উপস্থাপন করেছেন। বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই— বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

