বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের (আহমদিয়া সম্প্রদায়) বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা মুসলমান। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহতে বিশ্বাস করি। রাসুলুল্লাহ (সা.) নিজেই বলেছেন— আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। কেউ যদি এর ব্যতিক্রম দাবি করেন, তবে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর উক্ত বাণীর অন্তর্ভুক্ত নন। যারা তাঁর পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না।”
তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’-এর বিধান পুনর্বহাল করা হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনো বহাল আছে। তবে তিনি যে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও প্রস্তাবনায় যুক্ত করেছিলেন, সেটি বাদ দেওয়া হয়েছে। আমরা ক্ষমতায় গেলে সেটি পুনর্বহাল করব।”
আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আলোচনা সাপেক্ষে সংসদে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়, তবে আজকের সম্মেলনে উত্থাপিত সব দাবি–দাওয়া জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাস্তবায়ন করা হবে।”
তিনি সব দাবি বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং সংসদীয় সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

