AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়েক হাজারবার শেখ হাসিনার ফাঁসি হলেও বিচার শেষ হবে না’ : সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৯ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

কয়েক হাজারবার শেখ হাসিনার ফাঁসি হলেও বিচার শেষ হবে না’ : সালাহউদ্দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কয়েক হাজারবার হলেও বিচার শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শহিদ মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি কয়েক হাজারবার শেখ হাসিনার ফাঁসি হয়, তবুও বিচার শেষ হবে না। মুজিব ও হাসিনার ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নেই।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, হাসিনার দেশ এটা কখনো ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠায় মুজিব-হাসিনা কখনো ভূমিকা রাখেননি। হাসিনা বাকশালেরই উত্তরসূরি। তারা সেখানেই আশ্রয় নিয়েছেন, যেখানে তাদের ঘরবাড়ি। তারা এখানের রাজনীতি কখনো করেননি। এ দেশের মাটি-মানুষের সঙ্গে তাদের সংযোগ ছিল না।

বিএনপির এ নেতা বলেন, কেউ কেউ বলে চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে ৩৬ দিনে। কিন্তু এ ৩৬ দিনের জন্য ৩৬টা সিঁড়ি পাড়ি দিতে হয়েছে, সেই ২০০৯ সাল থেকে।

তিনি বলেন, যারা জুলাই অভ্যুত্থান নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চান, তারা যেন সেই পথে না যান। মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতে গিয়ে আজ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। গণ-অভ্যুত্থান সব শ্রেণিপেশার মানু্ষের। কেউ একক কৃতিত্ব দাবি করলে শুভ পরিণতি হবে না।


একুশে সংবাদ//এ.জে

Link copied!