সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, অনুষ্ঠান শুরুর আগে সেনাকুঞ্জে পৌঁছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও উপস্থিত ছিলেন।
এর আগে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন সাঈদ ইস্কান্দার এবং সৈয়দা শর্মিলা রহমান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

