AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১২ এএম, ২৩ অক্টোবর, ২০২৫

মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

অতীতের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের কারণে জনগণের মনে সৃষ্টি হওয়া কষ্ট ও ক্ষতির জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি সংগঠন ও ব্যক্তিগতভাবে তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আজ পর্যন্ত আমরা ভুল করিনি—এমন দাবি করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের অনেক সিদ্ধান্তই হয়তো সঠিক ছিল, কিন্তু একটি ভুল সিদ্ধান্তও জাতির ক্ষতির কারণ হতে পারে। যদি আমার কোনো সিদ্ধান্তে দেশ বা জনগণের ক্ষতি হয়ে থাকে, তবে তার জন্য ক্ষমা চাওয়া আমার দায়িত্ব।”

মতবিনিময় সভায় জামায়াত আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে গণভোট আয়োজনের দাবি জানান। তিনি বলেন, “রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”

ডা. শফিকুর রহমান আরও আশ্বাস দেন, জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই।”

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়। দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি বাসায় বিশ্রামে ছিলেন।

সম্প্রতি তিনি আবারও সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। অসুস্থতা কাটিয়ে এটিই তার প্রথম বিদেশ সফর। এর আগে তিনি চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!