AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে শপথ নিলেন তাঁতী দল


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:২৯ পিএম, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে শপথ নিলেন তাঁতী দল

রাজধানীর বনানী থানা ও গুলশান থানা এবং কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তাঁতীদলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। তিনি নেতাকর্মীদের একটি কথাই বারবার বলে যাচ্ছেন—রাষ্ট্র কাঠামোসহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখানে স্পষ্ট করে লেখা আছে, কিভাবে আগামী দিনে দেশ চলবে। 

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করবে বিএনপি। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী তাঁতীদলের বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর থেকে যে নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের মাজারে এসেছেন, আমরা শপথ করছি—অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করব। আমাদের দলের কেউ যদি অন্যায় কাজে যুক্ত হয়, আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই তাঁতিদলের কোন নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। ইতিমধ্যে ময়মনসিংহ জেলা সহ কয়েকটি জেলার থানা কমিটি থেকে অব্যহতি দেয়া হয়েছে কয়েকজনকে। আগামী দিনেও এই কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম এ হান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছ ও সুরুজ কবির খান।

গুলশান থানা তাঁতীদলের পদ প্রত্যাশী আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মইনুল হাসান নিশুসহ নেতারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে, বনানী থানা তাঁতীদলের পদ প্রত্যাশী আহ্বায়ক মো. আব্দুল কাদের বাবুল এবং সদস্য সচিব হাবীবের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ প্রতীকী ফুলের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং বিএনপির নেতৃত্বে “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে” ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়াও বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে সকল নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করেন। 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!