বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের মনোনয়ন প্রার্থী, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দুপুর থেকে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে অংশ নিতে শুরু করেন মানুষ। চৌধুরী রাইস মিল প্রাঙ্গণে সমাবেশস্থলে তারা জমায়েত হন। গণমিছিল শুরু হলে উপজেলা সদরের প্রায় এক কিলোমিটার জুড়ে মিছিল নগরীতে পরিণত হয়।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, মোখলেছুর রহমান, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, এড. নজরুল ইসলাম ইসমাইল, রাকিব তালুকদার, শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল এবং তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে