জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের আচরণ ও কার্যক্রম নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। কমিশনের গঠন প্রক্রিয়া এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশনে পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কিছু রাজনৈতিক দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে দায়িত্ব পালনের কথা ছিল, সেটি করছে না। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপর বর্তাবে। তাই আমরা সরকারকে জানিয়েছি—এ মুহূর্তে কমিশন পুনর্গঠন প্রয়োজন বলে মনে করি।”
এর আগে, বিকেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে